কুমারখালী সরকারি কলেজে স্বাগতম
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার উচ্চ শিক্ষার বড় প্রতিষ্ঠান কুমারখালী সরকারি কলেজ ১৯৭০ সালে স্বাধীনতার অব্যবহিত পূর্বে স্থানীয় বিদ্যেৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় স্থানীয় গড়াই নদীর তটে কুমারখালী কলেজ নামে। নদী ভাঙ্গনে বিলীন হলে ১৯৯৪ সালে বিশিষ্ট সমাজ সেবক ড. আলাউদ্দিন আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের প্রচেষ্টায় কুমারখালী রেলওয়েস্টেশনের পূর্বদিকে এবং কুষ্টিয়া ঢাকা মহাসড়কের দক্ষিনে সবুজ ছায়া ঘেরা মনোরম পরিবেশে এবং জলাধার বেষ্টিত প্রায় সাত একর জমির উপর এই প্রতিষ্ঠানটিতে আধুনিক অবকাঠামো নির্মিত হয়। কুমারখালী উপজেলা প্রাচীন ঐতিহ্যে লালিত একটি জনপদ। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাহিত্যিক মীর মোশারফ হোসেন, গ্রামবার্তা সম্পাদক কাঙ্গাল হরিনাথ মজুমদার, ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয় সাহিত্যিক সাংবাদিক রায়বাহাদুর জলধরসেন, ওহাবী আন্দলনের সৈনিক কাজী মিয়াজান, স্বদেশী আন্দোলনের বীর বাঘা যতিন, মরমী সাধক বাউল সম্রাট লালন শাহ প্রমুখ স্বদম্ভ্য পদচারণায় গঠিত কুমারখালীর পূর্ণভূমি।